আমার বিজন ঘরের বাতি
জ্বলে সারা রাতি
জোনাক তারা এক সাথে
রয় যে কান পাতি।


আমার বকুল ফুলের মালা
দেয় যে বুকে দোলা
প্রতিটি ফুল আমায় নিয়ে
করে হাস্য খেলা।


আমার বর্ষা ভরা যামিনী
সুগন্ধি বিরহী কামিনী  
থাকে চেয়ে অশ্রু নিয়ে
বাজে যে ভোরের রাগিনী।


আমার বিরহ একটুও নয়
মনে যে করি "তারে" জয়
বিজন ঘর উঠবে ভরে
আসবে "সে" নিশ্চয়।