মেঘে ঢাকা বিজন মন
কোথায় তুমি এখন?
লহরী নেই শুষ্ক বুকে
প্রেম তাই মরে ধুঁকে।


তোমার দেখা পাব কিনা
তাও তো ঠিক নেই জানা    
তবু আশায় বসে থাকি
জানি তুমি দেবেনা ফাঁকি।


শরতেও অবিরাম বারি ঝরে
মন যেন বিরহ উচাটনে মরে
তুমি কি এখন আছো কাশ বনে!
ভিজনা একা বিরহী অতৃপ্ত মনে।


সিক্ত শারদ নীলরৌদ্র পখি
করে সাথীহীন হয়ে ডাকাডাকি
তুমি কি সে ডাক শুনতে পাও?
তবে,রুক্ষ বুকে এসে ধরা দাও।