বিপ্লব, তোমাকে একদিন দেখেছিলাম
খান্ডব বনের বিভীষিকাময় আগুণের লেলিহানে,
স্বাধীনতাকে দেখেছিলাম সেদিন হামাগুড়ি দিয়ে
এগিয়ে যেতে আলো ভরা পূর্বাচলের দিকে।
বিপ্লব চলে, স্লোগান ওঠে মানুষ এগিয়ে আসে
শানিত অস্ত্র হাতে নিয়ে;
আঁচ লাগেনা শোষকের বেহায়া নধর চামড়ায়;
শুধু ওরা ভীত হয় প্রতিবাদী মিছিল দেখে।
শতাব্দীর পর শতাব্দী মেরেও যাদের টলাতে পারনি কেউ,
তাঁদের বীরত্ব লিখে রাখে যুগ যুগান্তরের ইতিহাস।


এসো বিপ্লব, এসো চির বিপ্লবী, হাতে হাত মেলাই-
দৃঢ় করতে আমাদের তেল মাখান নরম হাত...  
পায়ে পা মেলাই, ঋজু করতে চরণ যুগল...
আর কাঁধে কাঁধ মিলিয়ে এক সুরে গাই...
‘’আমরা করব জয় নিশ্চয়...’