রূপসা প্যালেস থেকে একটা ছেলে দর্শণ
পড়তে আসে; মাঝে মাঝে দেখি পড়ার ফাঁকে কবিতা লেখে--
সেদিন বললাম,কিরে কবিতা লিখছিস?
দেখি দেখি--
ও বলল, "ছিড়ে ফেলেছি ম্যাম"
কেন রে!  তাহলে লিখিস কেন?  
"এমনি, ও আমার অভ্যেস "
পাগল, না কি তুই!  
চার খন্ড করা কাগজ তুলে নিতে ও ভুলে গেছিল, কুড়িয়ে নিয়ে জোড়া দিয়ে পড়লাম কবিতাটি---
"তুমি আমার বুকে তপ্ত বুলেট বিঁধিয়ে দিয়ে চলে গেছ,একবারও ভেবেছিলে কি এই
অভাগার কথা----!
যে দৃপ্ত নয়ন মেলে শুধু তোমাকেই খুঁজছে;
যে দিন রজনী রক্তিম চক্ষু মেলে তোমার অর্ঘ্য সাজায় বুকের মাঝে ;
তুমি নৃশংস, পিশাচ, তোমার লেলিহান সম
জিভ একদিন শানিত অস্ত্রের আঘাতে--- "


আর পড়া গেলনা,
এমন কথা একদিন কেউ আমাকেও বলেছিল তার প্রেমে সাড়া দেই নি বলে; কতজনের প্রেমে সাড়া--
থাক আমার কথা,  
আহা, বেচারা এই বয়সেই প্রেমে ঘায়েল!  
তবে কবিতা কিন্তু অতি বিরহে চমত্কার!