বৈদ্যুতিন আলোর বাতি
কাটায় আঁধার রাতি
তার চেয়েও আলো থাকে
তোমার ঠোঁটের ফাঁকে
তা মোছায় আমার দীনতা
তুমি বোঝ না কি তা?
রাজ হংস-হংসী জলে
কত কথা কানে বলে
আমি তুমি জানি কি?
প্রকাশই সব ঠিক কি?
তোমার অপ্রকাশিত প্রেম
জেন,আমার নিকোষিত হেম
জানি তুমি ছিলে আছো
মরু-মন ধন্য যে করেছ!  
কখনও আমি না থাকি যদি
শুকাবেনা এই প্রেম-নদী
না চাইলে থাকব দূরে দূরে
ঘুরব বিরহের সুরে সুরে।  
তুমি যেন ভালো থেকো
আমায় নাইবা মনে রেখো
রয়ে  যাব ঝরা ফুলের দলে
একটি মালা পরিও দিও গলে।