মাধবীলতায় ধরেছে মুকুল
হালকা সুবাসিত গন্ধ
ভ্রমর এখনো বসেনি সেথায়
ললিত পবনও বন্ধ।


এক নিশিথের এমন দিনে
মাধবী গুঁজেছিলে খোঁপায়
বিরহ দিবস কাটে একলা
বলো, আজ তুমি কোথায়?


শুক্লা শরত যামিনীতে একা
শিয়রে ফিরে তাকাই
জোনাকির আলো চাঁদের হাসি
তুমি শুধু কাছে নাই।


শরত শিউলিও মৌন আজ  
ভেবে বিরহীর কথা
চাঁদ ডাকে ওই নীল সীমানায়
বলে যাও শেষ কথা।