আজ আবার ন্যাড়া হলদেটে ঘাসের উপর
রোদ্দুর এসে পড়েছে,
জীর্ণ দেবালয়ে এখনও পূজোর ঘণ্টা বেজে চলেছে
পূজারীকে আজও দেখিনি চোখে; তবে মন্দির
বড় জাগ্রত লোকে বলে আসছে বহুকাল ধরে;
অশেষ চলে গেছে কালের নিয়মে…
যদিও নামের অলংকারে ওর শেষ হবার কথা নয়;


এই পথেই হেঁটে যেতাম দুজনে ছ’টি ঋতুকে সাক্ষী করে  
কখনো কৃষ্ণচূড়া বা হাসনুহানা ফুল উঁচু ডাল থেকে
পাড়াত সে আমাকে দুহাতে শূন্যে তুলে…
আজ শুধু স্মৃতি আর খানিক সাদা পাতা
ভরার খেলা ছাড়া কিছু বাকি নেই…
এ আমার খেলা নয় জানি
এ হাসি গান আমার মুখের নয় তাও জানি
তবে প্রেম কেন মহাকাল?
তবে সাজান ঘর- সংসার কেন?
জানিগো জানি, উত্তর তুমি দাওনি কারোকে;
মিনতি এই,ভুলতে শেখাও ফেলে আসাকে…


(একজনের ভাঙা স্বপ্ন-প্রেমের গল্প শুনে লেখা)