শ্রাবণ বাদল ঘন ঘন
কাঁদিছে হৃদ-চক্ষু মম
কোথা তুমি প্রিয়তম!
আহবান শোননা কেন?


সজল সঘন শ্রাবণ
প্রেমাকাশে কালো অঞ্জন
উদাস ব্যাকুল শীর-মন  
ঝরে দুইধারে বরিষণ।


ডাহুক ডাহুকী উল্লাসে
মিলন সলিলে ভাসে
মেঘ ডাকে হৃদাকাশে
তব মিলনের আশে।


কত আশা ভাঙে জলে
তবু ‘ওদের’জীবন চলে
আমিও রই সেই দলে
অদৃষ্ট যদি কিছু বলে......!