বন্ধু রে তুই কি আর কাছে আসবি না?
কেঁদে কেঁদে একা বসে রাতে নিদ হারা
চাঁদ বিরহে রয়, বাতাস যে বহেনা
যবে বক্ষে ধরে হয়েছিলি আত্মহারা
আজ ভুললি কেমনে বল প্রিয়তম!  
আমি আকুল পাথারে ভাসমান শিলা
পারলে বলে দিসরে অপরাধ মম  
বুকে রাখি আশা করতে প্রেমের খেলা।


বিরহ জ্বালা কি বুঝি হাড়ে হাড়ে আমি
না যায় সওয়া, না যায় কভু যে বলা
বুঝেও বোঝেনা প্রেম সে, হে অন্তর্যামী
প্রেম নিয়ে হয় বুঝি এত ছলা কলা!  
তবুও আশায় রইলাম একা বসে
পথ ভুল করে যদি প্রিয়তম আসে।