তোমার চোখে চাইবনা আর
আর দেবনা প্রেম
যতই বলো ‘প্রেমটি তোমার
নিকষিত হেম’।


হাতটি তোমার ধরবোনা আর
যাবোনা ঝিল পাড়ে
লুকিয়ে তুমি দেখলে দেখো
নিটোল ছায়াটিরে।


বৃন্দাবনী-সারং রাগে গাও
যদি ধ্রুপদী
তানপুরায় সুরটি বেঁধে গাইব
বিরহী ভৈরবী।


প্রতিদিনই কথা দিয়ে যাও
আসবে চাঁদনীতে
দরবারী রাগ গেয়েছ আজও
মিলন দ্বিপোহরাতে!    


(দরবারী রাগ রাত দ্বিপ্রহরে গাওয়া হয়)