(এক অদ্ভুত জীবন-কাহিনী পড়ে লিখলাম কবিতাটি।
বসন্ত শব্দটি এনেছি কবিতায়।এমন জীবন আবার
বিরলও নয় আমাদের সমাজে)


বসন্ত-বাতাস অভাগার মনটাকে উতলা করছে আবার...
হ্যায় স্প্রিং!তোমারতো আমার কাছে আর আসার কথা নয়;
তুমি বহুকাল আগে বিট্রে করেছিলে আমাকে...
শানিত করেছিলে আমার নীল চোখ দুটোকে’
রুদ্ধ করেছিলে আমার উদার বুকটাকে...
মরুভূমি করেছিলে মিঠে জলে ভরা হৃদয়টাকে
তোমকে একদিন খুন করেছিলাম যে!
ওহো! তোমাদের তো আবার মৃত্যু হয়না।    


প্লিজ স্প্রিং, আমাকে লক্ষ্যভ্রষ্ট কোরনা, এক নারীর গলার
চেনের দিকে তাক করেছি এখন।
সংশয় এই, মহিলা উচ্চবৃত্ত কি-না;
নাহ! পারছিনা কোনমতেই ছিনিয়ে নিতে গোল্ড চেনটাকে,
কে যেন আটকে দিচ্ছে দণ্ডায়মান ঋজু পাদুটো’
কিন্তু কেন এই সংশয়? ওফ স্প্রিং, ডোন্ট ডিস্টার্ব মি!
নো নো,আই আম নট পোয়েট, নট লাভার;
নস্টালজিক স্মৃতিকে ডেকে আনো, দেখে নাও একবার
আমার অতি জীবনীক প্রেক্ষাপট...
দ্য স্প্রিং, ইউ গোব্যাক............
তুমি নীলপ্রেম, মধুর বাতাস আর ফুলেল হাসির সৌরভ
দেখাও উচ্চবিত্তকে বা ইমোশানে পাগল কবিকে...
আমি ন্যাড়োল্যান্ডের এক ছিনতাইবাজ; আমার বসন্ত নেই...