বৃষ্টি ভেজা মন আর
নিদ্রাহীন রাত
চক্ষু দুটি স্থির রয়
কই আসে প্রভাত!  


নিশি বড় দুঃসহ
নিঃশব্দ চারিপাশ
মন মনে পাঁজর তলে
পড়ে দীর্ঘ শ্বাস।


ঝম ঝম বৃষ্টি পড়ে
বনানীরা চুপ
সময় কাটে ধীরে ধীরে
পোড়ে হৃদ-ধূপ।


বুঝতে পেরে তুমি যদি
আসতে আমার পাশে
বর্ষা রাতে গোপন প্রণয়
হাসত উল্লাসে।