ক ফোঁটা বৃষ্টির আশায় আশায়  
নীলাম্বরে কনীনিকা চেয়ে রয়
বুকটা জোরাল আশ্বাস মাখা
কিজানি কবে মিলবে তার দেখা!


সাদা বলাকারা ডানা ঝপটায়
চাতকরা কেঁদে গেয়ে বৃষ্টি চায়
মনটা আশায় বিরহ-গান গায়
কে যেন কবে নিয়েছিল বিদায়
আজও শূন্য বুক করে হায় হায়।


আগমন হবেকি তার শুষ্ক মাটিতে
কত বসে থাকা তার অপেক্ষাতে!
জ্যৈষ্ঠের দিন কাটে চাবুকাঘাতে ।
নামবে কবে সে ধূলাতে অতর্কিতে!
মেঘ-মল্লার-গীত কবে হবে বর্ষাতে!
বসে দিন গোনা তারই আশাতে।