কেন সারাটা দিন
বুক চিন চিন!  
"সে", তো অচীন
তবু বাজে বীণ।


সারাটা রাত
নেই মুখে বাত
হামা দেয় চাঁদ
মেটেনা তো সাধ।


মেঘ হীন অম্বর
নেই সে " দীগাঙ্গর"
থমথমে অন্তর
নেব কার মন্তর?


বলে ভালোবাসা
আসলে কর্মনাশা
পুরে কি আশা!
তবু তার দিকেই ঘেঁষা।


মন পরিযায়ী  
কে হবে দায়ী?
পরমাত্মা স্থায়ী
চিত্ত ধরাশায়ী।