নিশ্চুপ বুকের বিজন ঘরে
কে যে প্রত্যহ ক্রন্দন করে
কেমনে জানাই সেকথা কারে?


এসেছিল প্রেম শ্রাবণের বরিষে
মনের গহীনে ‘সে’আজও হাসে
জাগিয়ে যায় আনন্দে উল্লাসে!


বৈশাখ এলে আসে কালবৈশাখী
তার অবদান কে মনে রাখি!
ধংসেও সৃষ্টি-ফুল ফোটে নাকি?  


তাই বৈশাখ এলে আসে যে ঝড়
জানি ভয়ে কাঁপবও থর থর...  
মিলব ‘তার’দরাজ বুকের পর।  


জগতে তো কত কি হয়ে যায়
মনেরমানুষ কেঁদে ফিরে যায়
কে ‘তাঁরে’ আর চেনেগো হায়!


‘সে’ কোথায় আমরা কেউ জানিনা
পাবো কি কোনদিন ‘তাঁর’ ঠিকানা?  
পোড়া মন কেন গো কিছু বোঝেনা?