আলো ঝলমল
মনের কমল
বুক উজ্জ্বল
চক্ষু উপল।


উৎসব মরসুম
নয়ন অ-ঘুম
বাদ্যি ডুমডুম
আনন্দের ধুম।


চোখ ছলছল
নেইযে কাজল
চলে একদল
শিউলি সজল।


ত্রিনয়নী মাতা
বিচারটা যা-তা
কে ভাগ্যবিধাতা?
কেন দ্বিচারিতা?