(যার যেমন ইচ্ছা গেয়ে নেবেন বাউল অঙ্গে)


ভেবেছিলাম মা-কে আর
ফিরতে দেবনা......
কৈলাসে ফিরতে দেবনা......।।  


বোলতাম শোন কৈলাসেরশ্বর......
শোন নন্দি ভিরিঙ্গি চর......  
মা ভরাবে ধানে ফসলে
অন্নহীনের প্রতিটি ঘর  
শোন শোন মৃত্যুঞ্জয় মা-কে
নিতে ধরায় আসবেনা...
ভেবেছিলাম মা-কে আর ফিরতে দেবনা।।


মা দেবে আলো অন্ধকারে
আঁধার কেটে দুঃখীর ঘর
জ্যোতিতে উঠবে ভরে.।
কাঁদবেনা ধরার মায়েরা
দুষ্ট ওই অসূরদের ডরে।।    


মা থাকত যদি চিরতরে
দীন আর দুখীর ঘরে...  
‘ওদের’ কষ্ট দূর হত গো
অন্ন দাও দাও বলে কেউতো কাঁদতনা
ভেছিলাম মা-কে আর ফিরতে দেবনা।।


[মা আমাদের সঙ্গে সব সময় আছেন। এই কৈলাসে ফিরে যাবার ভাবনাটা আমাদের কাল্পনিক। যেহেতু মেয়ে বাবার কাছে বেড়াতে এসে আবার স্বামীর ঘরে ফিরে যায় সেটাই।]