রাতের স্বপ্ন যেখানে ঘোরে সত্যের বেশে
কল্পনা-রা যেখানে বাস্তবে এসে মেশে...
চলো যাই বন্ধু, আমরা সেই দেশে...


যেখানে রাতে নক্ষত্রের নীল আলো...  
মন্দকেও দেখায় যেখানে অতি ভালো
সেখানে চলো বন্ধু, এসে দুহাত মেলো।  


যেখানে ঠকেনা কেউ, বারবার জেতে
ঠগেরা নেই সমাজে শীর্ষে আসন পেতে
চলো বন্ধু সেখানে আনন্দে উঠি মেতে।


যেখানে আর্ত দুঃখী করেনা হাহাকার...
নেই ইচ্ছা কারো স্বার্থ-আত্ম-ললুপতার
চলো বন্ধু সেখানে ঘর গড়ি মানবতার।