চলো পথ হারিয়ে সুদূরে চলে যাই
হারাই দোঁহে দিশা খুঁজে পাই না পাই।
মধুর কথা বোলব নাহয় দুজনে  
গৃহ না পাই মাতব আমরা কুজনে।  
সুনীলাকাশের মাঝে পাতার কূটিরে
দুজনে রইব সুখে প্রেমময় ঘরে।
জগতে ঘটে যায় কতকি যথাতথা
আমরা হারিয়ে গেলে কে বোলবে কথা?  


জানিনা তোমার ওই মনের বাসনা
চেয়ে যাই কতকি যে,সাড়া তো মেলেনা!
ভবঘুরে পথহারা পথ খুঁজে পায়
দিবা নিশি ভাগ্য যেন মনটি নাচায়।    
জীবনের সব পাওয়া শান্তিতে মেশে
প্রিয় যেন ফেরে গো কানাই-য়ের বেশে।    


(চতুর্দশপদী কবিতা)