অনেক খেলা তো সংসারে খেললে
কি পেলে তুমি বন্ধু?
চলো প্রেম নগরে যাই, খুঁজে পাই
যদি প্রেম-সিন্ধু।


দুঃখে বুক ভরেছে কত,কে মোছাতে
এসেছিল চোখের জল?
অশ্রু মেলাই চলো প্রেম-সমুদ্রে,যেখানে  
অশ্রু মুক্ত-সম উজ্জ্বল।


যা বলতে চেয়েছ,কেউই তা বোঝেনি
সবাই বুঝেছে ভুল
তাই,চলো প্রেমের সেই নগরে গিয়ে
ফোটাই মনের মুকুল।


ভুল সাপ-লুডো তো খেলে গেলে,উঠতে
পেরেছ মইয়ের মাথায়?
সাপের মুখে পড়েছ বারবার প্রিয় বন্ধু
ভরা ঘন তমসায়।


দাবীহীন প্রেমের ঝুলনায় ঝুলি চলো
বয় যেথা প্রেমের যমুনা
চিরশান্তি প্রেমের সরলতা দিয়ে, পোড়া-
মনটা একটু ভরিনা!!


(যেতে ইচ্ছে হলে চলে আসুন বন্ধু......)