আমি যেখানেই ঘুরি
সে-ও আমার সাথে ঘোরে
আমি যা করি সে তাই করে
কই,ব্যথায় হাত তো বুলায়না---


আমি নাচলে, সে নাচে
আমি ছুটলে সে-ও ছোটে
কই,গান তো আমার সাথে গায়না--


আমি হাত তুললে, সে-ও তোলে
আমি ঘাড় ঘোরালে সে-ও ঘোরায়
কই,আমার সাথে কাঁদতে তো তাকে দেখিনা---


তবু স্থূলদেহ-হীন হয়েও সে
আমার সাথে সাথেই ঘুরে বেড়ায়,
স্বস্তি আর হর্ষতা এখানেই জাগে-
আমি হাত বাড়ালেই,কুন্ঠিতহীন হয়ে
সে তার হাতটা নির্দ্বিধায় বাড়ায়----  


(আজকের যুগে হাত বাড়ালেই সহজে
কেউ হাত বাড়ায় না।বন্ধুত্বতেও কৃপণতা)