‘’যখন পড়বে না মোর পায়ের চিহ্ন
এই বাঁকে......’’
তাঁর ডাক আসলে ,কে আর বেঁধে রাখে?
( রবীন্দ্র সংগীত )


‘’জানি পৃথিবী আমায় যাবে ভুলে......’’
কে কাকে মনে রাখে জীবন ফুরিয়ে গেলে?
   (আধুনিক-পিন্টু ভট্টাচার্জ)  


‘’জীবনের কলরব ছেড়ে যেতে হবে সব......’’
জানি তো ধরার জীবনটা মৃত্যুরই উৎসব।
   (আধুনিক-শ্যমল মিত্র )  


‘’ওই দিকে লোক ভিন্ন ভিন্ন অন্তিমে সব
একাঙ্গী.........’’
যেটা ধ্রুব সত্য তাকে মিথ্যে ভেবে, জগতে
দেখাই কত ভঙ্গী।
  (মান্না দে-এন্টনি ফিরিঙ্গি)  


‘’সে যে পাশে বসেছিল দেখিসনি?......’’
দেখব কি-করে! মনের মাঝে তো তাঁকে
একবারও খুঁজিনি!
(গীতাঞ্জলী- রবীন্দ্রানাথ)    


‘’তবু যেতে নাহি দিব তোমায়......’’
তোর ব্যথা ভুলে যেতে হবে যে আমায়।
  (সোনার তরি-রবীন্দ্রনাথ)  


‘’ওগো তোমার শেষ বিচারের আশায়
আমি বসে আছি......’’
বিস্ময় এটাই-আমি এখনও বেঁচে আছি?
বিচার পেলে মরে বাঁচি ।
     (মান্না দে)  


‘’এর কাছে স্বর্গ সুধার বেশি আছে
মূল্য কী আর......’’
প্রেমই সত্য-সুন্দর,তা নিয়েই জগৎ-সংসার।
   (মান্না দে)  


‘’আজো নিত্যঃ শাশ্বতোহয়ং পুরাণো
ন হন্যতে হন্যমানে শরীরে......’’
একদিন চলে যাবো সবাই; আয়না, প্রেম  
আর চিরসত্য দিয়ে জীবন ভরিরে!
(মদভগবদ্ গীতা-২য় অধ্যায়)                


[আর বড় করা যাবেনা।]