(কাজী নজরুল আমার চিরকালের প্রেমিক.এবং প্রিয় কবি)  


সোনারবাংলা,ভারতের সীমানা ভাগ হয়েছে
ভাগ হয়নি মাতৃভাষা আর প্রিয় নজরুল...
তোমার অগ্নিবীণায় বাজে আজ গতানুগতিকতা
ভরা লক্ষ্য-হীন প্রতিবাদের ভুল...  


নীপ শাখায় আজও দোলে চঞ্চল বুলবুল
নদী বহে আজও সেই সুরে কুল কুল...
তোমার বিহনে ভাঙা প্রাণ সদাই আকুল  
এসো আমাদের কাছে প্রিয়তম নজরুল...


প্রতিবাদের প্রতি ডালে ডালে ফোটে-
বিষের বাঁশির অগ্নি ঝরা ফুল...
আবার এসেছে দিন, মসীতে ধার দিয়ে
ফিরিয়ে আনো অন্যায় অবিচারে দূষিত
সঠিক কান্ডারী দ্বারা বিদ্রোহের কূল...    
ফিরে এসো চির বিদ্রোহী, চির সখা  
প্রিয়তম নজরুল......