দিন রাত সব এক হয়ে গেছে শুধু তোমার জন্য
জানিনা কিভাবে সতেজ জীবনটা পুনরায় ছন্দে
আনন্দে ফিরিয়ে আনব---
ঠিক বলেছ,আজ এই অসুস্থ পৃথিবীটা সবাই কে
এক রকম ধরাশায়ী করে ফেলেছে,
কি বোলছ! অনন্তের বাণী ভুলে দুষ্টর কাছে কিছুতেই নিজেকে সমর্পণ নয়!  ঠিক, যুঝে নেবে!
আমিও তো তাই চাইছি প্রিয় ;
না, হার মানা হার তার গলে নয় একবারও ;  
অজগরের মতো গরজে ফুঁসছে দুষ্টর খলখল হাসি-
সাড়া দিও না, কাছে যেওনা তুমি আর সঙ্গীরা--  

পথে বেরিয়ে এসো সঙ্গীদের নিয়ে ,
যারা ছোবল খেয়েছে, তাদের পরাজিত দেহে পুনঃ প্রাণ সঞ্চার করে, ফিরিয়ে দিই তাদের আবার আনন্দ নিকেতনে ;  
আমি তোমার ভাবনায় মশগুল হয়ে থাকি; সাথে
স্বঅশ্রু সদা মানুষের জন্য---
তুমি পারবনা আমার হাত ধরতে;
পারবেনা অসহায়ের নিত্য যন্ত্রণা মুছে দিতে!
আমি চিঠি দিয়ে আশায় রইলাম প্রিয়---
বিমুঢ় বিমর্ষ সমাজকে ভেবে চিঠির উত্তর দিও--