চোখের ভাষা যদি বুঝতে পারো
তবে বুঝে নিও মন
আমাকেই দেখো তোমার মাঝে সর্বক্ষণ।


চোখ দুটি ছলছল হলে অভিযোগ নয়,
হয়তো একটু অভিমান
বুঝো আমার কাছে তোমার কত দাম।


চোখ যদি নীলাম্বরে থাকে, বুঝো মগ্ন
আমি তোমারই ভাবনায়
ভ্রুক্ষেপ-হীন ঘটমান চলমান দৃশ্যতায়।


চোখ দুটো যদি ভাসা ভাসা দেখো
ভেবো তুমি সম্মুখে তাই
সব কাজে সম্মতি দেয় চোখের ভাষাই।  


চোখ দুটো যদি রক্তিম দেখে থাকো
ভেবো রাগানুগা ভাবে বিহ্বল
যার কাছে তোমার আলিঙ্গনই সম্বল।