চোখের জলে ভিজিয়ে দেবেনা
বিদায় দেব একটা গোলাপ দিয়ে
যাবার বেলায় বিরহ কথা নয়
খুশি করো মধুর গান গেয়ে।


ওই যে পাহাড় দাঁড়িয়ে থাকে
মৌন মূক হয়ে সারা বেলা
রাত্রি তে ও গলা ছাড়ে জেনো
পদতলে বসায় মিলন মেলা।


সহ্য যার যত আছে সেই তো থাকে
জগৎ মাঝে সবার থেকে মহান
তুমিও মাথা উঁচু রেখো,অসমতল
এই পথ মাঝে হ'য়োনা ম্রিয়মাণ।  


কাব্য আমি জানিনা কিছুই, শুধু  
তোমার জন্য একটু আধটু লেখা
তোমার ভালো লাগায় লিখি
জীবন ভবে বড়ই আঁকাবাঁকা।  


কি দেব বিদায় বেলায়!আর কিছু নয়
আবোলতাবোল কাব্য দিয়ে যাই
আমায় লাগলে ভালো মনে রেখো
পত্রে লিখো,প্রেম কি তোমার চাই!