ফুল ফোটা এক প্রত্যুষে
পুষ্প সুবাসিত এক স্বর্গীয় আলয়ে
এসেছিলাম একদিন।
হাসি গান কাব্য নিয়ে কেটেছিল স্বল্প সময়;
জানি, সেই ফেলে আসা দিন কারো জীবনেই প্রত্যাগমন করেনা,
ভালোবাসারও আবার ভাগ হয়না
দাতা হয়ে কি লাভ জানিনা, তবু মনে হয় এটা একটা অসুখ ছাড়া আর কিছু নয় ;
জগতের কিছু সরীসৃপ মানুষ এই দান আর প্রেমকে চিরকাল অবহেলা করে ;


আসলে, আমরা কিছু মানুষ দুষ্ট লোককে অনেক স্নেহ প্রেম দান দিয়ে ফেলি ইমোশনাল মাইন্ড আর
চিরাচরিত সিমপ্যাথিতে ;
না না বন্ধু, কোন ক্ষোভ নেই,অভিযোগও নেই;
দুঃখ একটাই, চির বাসিন্দা এই ন্যারো হোম আর
ন্যারোমাইন্ড লোকদের নিয়েই;
মুক্তি যাচলেও সহজে মেলেনা;
নিজের  হাসি নিজেকেই দেখতে হয়;
গান গেয়ে নিজেকেই শুনতে হয়;
বন্ধু! হা হা হা-----  হ্যাঁ, আমার কাব্য।    


(স্বামী মেয়ে আমার খুব বন্ধু। তবু অনেককে চেয়েছিলাম,যারা নিয়ে গেল অনেক কিছু, ভালোবাসাটাই বুঝলনা।তবে,  কিছু লোক, সবাই নয় বন্ধু)