চোখের জল, তুমি কিসের মতো যেন!  
তোমার নোনা জলে ফুল ফোটে কোন?


তুমি অনেকটা কি গলিত বরফের মতো?  
একটুতেই ঝর ঝর ঝরে পড় যে অবিরত!


তুমি কি কাঁটার মতো! বিদ্ধ কর মন?  
যা বার হয়না বুকে বেঁধে সারা জীবন!  


আমরা পরিশ্রান্ত সবাই পৃথিবীর পথ হেঁটে  
চোখের জলেই সারাটা জীবন যাচ্ছে কেটে।


আজকে যদিও আমারা তোমাকে ভয় করিনা
দুহাতে তোমাকে মুছে দূর্গম পথকেও এড়াইনা।


মানুষের সাথে তুমিও কি নও বিষাদে মগ্ন?
এবার খুশির মেলায় এসো,কোরনা বুকটা ভগ্ন।      


চোখের জল,তুমি হও গোলাপ-সম কোমল
নিন্দুকের দলে থেকে ভরিওনা আঁখি-কোল।    
    
তুমি হও বেদনা-হীন কান্নাহীন মহা সাগর!  
হাসির জয় হবে,জগৎ হবে  উল্লাসের মহানগর।