কাব্য যেন হারিয়ে গেছে  
আমিও বহু দূর
হতাশ মনে ক্ষ্ণে ক্ষ্ণে
কে তোল গো সুর?


সব গানের কলি অলিগলি
কাঁদে যেন একা
আমিও বিরহে বসে থাকি
জীবন ফাঁকা ফাঁকা।


বন্ধু রা সব ব্যস্ত কাজে
সকাল কিবা সাঁঝে
চোখের জল অবাধে ঝরে
তপ্ত কপোল মাঝে।


বসন্ত চলে গেল কখন
আমাকে না ডেকে
কাব্য আবার ধরলাম আমি
দহন বৈশাখে।