খুব শীতে রোদ খুঁজি
বেশি রোদে ছায়া
সাধনে মুক্তি খুঁজি
বাড়ে সংসারে মায়া।


সরল ভালোবাসা খুঁজি
চাহিদা-হীন মন
সেটুকুই চাই রোজ
লাগে যতটুকু ধন।


হিসাব রাখিনা কিছুর
রোজ তাই বেহিসাবী
কাকে কি দিলাম ভরে
আজ শুধু তাই ভাবি।


অতীতকে ভাবি রোজ
হাসি কাঁদি গাই গান
বন্ধু এসোনা,সবাই মিলে
হেম-তাপে ভরি প্রাণ!  


শাশ্বত জ্ঞান খুঁজি
পাইনা 'সে' জনরে
কিছু নিয়ে যাবনা
বুঝাই অবুঝ মনঃরে।