তোমায় দেখব বলে বসে আছি
দারুণ দহন জ্বালা নিয়ে
একবার যাও দেখে গান গেয়ে।


তোমায় সব দেব বলে সাজিয়েছি
মন-মন্দির খানি
বিফল হবেনা গো তা আমি জানি।


যাকে কাল দেখে হেসেছিলাম
আজ শুনি সে নেই
প্রিয়, ভবের খেলা এমনই চলবেই?


কালের নিয়ম কত সহজ সরল
তাঁর ইচ্ছা হলেই সাজা
মানুষরা তুচ্ছ,কালই রাজার রাজা।


পড়ব বোধহয় তাঁর বিচার জালে
একবার এসো কাছে  
একসাথে মরি নাহয় যা কপালে আছে।


(আমার একদম কাছের এক পড়শী ভাগ্না
কাল করোনায় মারা গেছে)