আমিও চাই ‘পরাজ্ঞান’-
ভরা মুক্তি
সে-ই পাবে আছে যার
শুদ্ধ ভক্তি।


আত্মদর্শী, বক্তা, শ্রোতা
জ্ঞাতা, দুর্লভ
নিজেরও একটিও নেই
বিশ্বাস অভিনভ।

তাঁরে’ বড়ই ভালোবাসি
‘সে’ নশ্বরহীন
উঁচু-নিচু মন-ভেদ
এক করে দিন।


‘তাঁরে’ কোথায় পাবো?
বুকের পাঁজরে?
রূপ ‘তাঁর’ কেমন!
দেখেছকি ‘তাঁরে’?
  
    
(গয়ংগচ্ছ ৫০০তম)