গোলকধাঁধায় ঘোরাও কেন
যাবই যখন চলে!  
কে তুমি আড়ালে খেলাও
যাও একটি বার বলে।


জীবন নিয়ে ছিনিমিনি খেলা
এটাই তোমার রীতি!
ক্ষান্ত করো বদ অভ্যাস
রইল আমার মিনতী।


বসন্ত কারো কেটে যায়
গীত-হাস্য রসিকতায়
কারো ফাগুন আগুন হয়ে
বিরহে কষ্টতে মাতায়।


সাগর  সমান অশ্রু ধারা
মোছাও কই একবার!
সামনে এসো কথা আছে
জেনো,আমিও দুর্নিবার।