রোদের আলোয় সিনান করিস
চাস না তুই পুরো রবি
পুরোই তোকে দেব বলে
তোর কথাটা রোজই ভাবি।  


অনন্ত প্রাণ,গুটি গুটি পায়ে
হেঁটে আয় তুই শিমুল তলে
বসন্ত আজ দ্বার খুলেছে
উর্দ্ধ অধঃ হৃদয় তলে।  


আমার যেমন অন্ধ আঁখি
বুকের কথাই অনুধাবন
প্রেম আর ভালোবাসার
ফারাক খুঁজি অনুক্ষণ।


প্রেম বলতে "তোকে"ই বুঝি
ভালোবাসায় জগৎ বাসী
আজও তুই বুঝলি না রে
প্রাণের মাঝে কে বাজায় বাঁশি!


চিরহরিৎ বুকটা জ্বলে সঙ্গে নিয়ে
বাহার ভরা প্রেমের চিরাগ
মোহনীয় হাসি দিলাম,আর কি চাস!  
নে আমার সব অনুরাগ।