(কিছু অকাল মৃত্যুর খবরে মন ভারাক্রান্ত)


জাগে বড় অভিমান
নীরব প্রশ্নের ভাষা
কেন ভূপে আসা?
মিছে ভালোবাসা?


বুকে নিয়ে বেদনা
মেকি প্রেম গান
সন্ধ্যে না হতে
জীবন অবশান।


কেন ভাঙনের পাড়ে
বাঁধা খেলাঘর?
রোজ কানে শুনি কেন
মর মর মর?


প্রণয়ের মালা গেঁথে  
কেন ছিড়ে ফেলা?
কেন মৃৎ-জগ মাঝে
আসা যাওয়া খেলা?


যা তুমি দিলে দান
মানবীয় ভেবে
দানবীয় হয়ে কেন
‘প্রাতে’ কেড়ে নেবে?


দাও দেখি একটি
মহান বিধান
মৃত্যুর পরেও পাবো
অমৃত পথ-অবিধান।