ক্রমে দিন ছোট হয়ে আসে
প্রোকট হয় স্মৃতি
ফেলে আসা দিন গুলো
গায় মধু গীতি।


কানাকানি হাসাহাসি
সারাদিন খেলা
কলকল কোলাহলে
বড়দের কান ঝালাপালা।


ঝুলে পড়া আতা গাছে
সারাক্ষণ দোলদোলা
প্যাঁচঘোচ নেই মনে
দিল দরিয়াটা খোলা।


সেদিন আর আসবেনা
আসবেনা সাথী রা
গোলাপ শুকিয়ে গেছে
দেয় হাতছানি ধুতুরা।


মধুক্ষণ চলে গেছে
বুক ভেঙে চুরমার
হেমন্তি ঘেঁষে বসে
ফিরবেনা কি বাহার?