আজ একটা বাউল মন চাই
বর্ষা-ভিজে গ্রামে নগরে গেয়ে বেড়াব
উদাসী বাউল গান.........
বাউলের তো কোন সাজা নেই; তাই
সমাজের ন্যায় নীতি নিয়ে অনেক কথা
শোনাব আপামর জনগণকে...
কখনও সদ্য বারুদে আগুন লাগলেও তা
জ্বলে ওঠেনা, আবার ভেজা বারুদও
আগুন জ্বেলে দেয় অদ্ভুত দাহিকা-
শক্তি নিয়ে... মানুষের মনটা আজ  
ড্যামেজ বারুদে ভরপুর;দীপক রাগে গাইব
বাউল... আগুন জ্বলবেই জানি জলপ্লাবিত  
গ্রাম আর নগর জুড়ে...
মেঘ রাগের বাউল আর গাইব না...
উষ্ণতা লাগবে যে জলসিক্ত সব প্রাণে...