(’যে মরে পেটের জ্বালায়/তার আর বসন্ত কোথায়?’
সিরিয়ার বীভৎস কান্ডটি ভাবুন।কবিকে আবেগ বাদ দিয়ে
কখনও কখনও সময়ের কথা শোনাতে হয়।)  


আমার বসন্ত কেঁদে যায় শূণ্য থালায়
তাই দেখে সুখী যেন ভয়েতে পালায়।


রাধাচূড়া মাথা নেড়ে দেয় আশ্বাস
কৃষ্ণচূড়া বাড়ায় মনে দৃঢ় বিশ্বাস।


দখিণা বাতাস বহে আনমনে একা
জীর্নতায় সে কি করে দেয় দেখা!


গন্ধ ছড়ায় শিমূল চন্দ্রমল্লিকা পলাশ
অভাবে আসেনা কাব্য শুধুই তরাশ।


বসন্ত হয়েছে ধুসর বারুদের ঘ্রাণে
অমৃতের ছোঁয়া নেই একটুও প্রাণে।  


ছেলেটি খিদেয় কাঁদে,দেখে চাঁদ চুপ
তাঁরও মধু-হাসি যেন ব্যথার স্তূপ।