দুরন্ত শহর নীরব হয়ে
পড়ে আছে শুনশান
কোন কোলাহল নেই তার আজ
শান্ত দুখানি কান।


ছুটন্ত শহর মৃত্যুর ভয়ে
দিয়েছে সবারে ছুটি
সন্তানদের নিরাপদে রেখে
ধরবে করোনার টুটি।


দুরন্ত শহর মুখ ভার করে
পড়ে আছে সঙ্গীহীন
পথিক-সন্তান ঘরে যে বন্দী
নগর হয়েছে দীন।


পথিকরা অনাহারে মরে
কেউ বদ্ধ ঘরে,কেউ বা রাস্তায়  
বাইরে বেরন নিষেধ সবার
হাঁড়ি যে চড়ান দায়।


এবার শহর মুখ তোল তুমি
যুদ্ধে নামাও আমাদের
পৃথিবী মাতা পাপ করো মোচন  
শাস্তি হয়েছে ঢের।