ভাবনা যার যেমন
দর্শণও তার তেমন।
দুষ্ট দেখে শয়তান
ভক্ত দেখে ভগবান।


মন যেমন যার
বাক্য তেমন তার।
দুষ্ট থাকে প্যাচে
সাধু নামগীতে নাচে।


মাথা যার মোটা
তার বক্ষ দ্বার আঁটা।
সবেই ধরে কথা
সহজেও মাথাব্যথা।


যার কম বুদ্ধি জ্ঞান
সে পরের চায় অকল্যাণ।
আঁড়চোখে লোককে দ্যাখে,
নিজেরই ওষ্ঠাগত প্রাণ।