১-রাত যদি পোহায়, তবে আগামীকাল
নয়তো আসবে অমোঘ মহাকাল।
আজ যার সাথে কথা বলি প্রাণ খুলে
কাল শুনি সে মহাধামে গেছে চলে।          


২-সময়ের সাথে তাল মিলিয়ে চলি
আমি সময়ের দাস
আমার দূঃসময়ে দেখে যাই তার ব্যঙ্গ
আর তাচ্ছিল্যের পরিহাস।