সেদিন মিঠেল শীতের বেলা
চন্দ্রমল্লিকা ডালিয়ার ক্ষেতে
কে যেন ডেকেছিল আমায়
সুরলা মাউথঅর্গান হাতে।


‘প্রাণ চায় চক্ষু না চায়’
দিয়ে গেছিল মনে দোলা
ভেবেছিলাম নিশি স্বপ্ন বুঝি
হয়তো নিরজ্ঞানের খেলা।    


শিশির সিক্ত লাল গোলাপ
রোজ ডাকে সকাল বেলা
সেই স্মৃতিতে বুক নাচিয়ে
ভাসাতে উচ্ছলতার ভেলা।


আজ ভোরেও ‘সে’-ই যেন
বাজিয়ে গেল চিরচেনা সুর
‘এসেছি আমি অনেক কাছে
আর কোরবে কিগো দূর’??