এ---- ই এক্ষুনিই মরছিলাম গো---
সবে জল্লাদ আমার মুন্ডু আর ধর দুহাতে ধরে বটিতে পোচাতে যাবে; অমনি এক সন্ডাগুন্ডা এসে জল্লাদের কলার টেনে ধরলে,
আমাকে ছেড়ে দিয়ে সে ধস্তাধস্তিতে মাতলে
আমি তো সেই সুযোগে এক দৌড়ে পাতায় ডাকা এক আম গাছে এসে লুকিয়ে পড়লাম,
দেখছি, জল্লাদ মার খাচ্ছে খুউউউব---
হা হা কী মজা! কেমন লাগে দ্যাখ,
রোজ তুই এমন কষ্ট দিয়েই মেরে ফেলিস আমাদের, আমরাও তোর মতো হাঁসফাঁস
করি বাঁচার জন্য----
তুই আমার সব বন্ধুদের এইভাবে---


ইসসসসস! জল্লাদ খুব মার খাচ্ছে, ওর ঠোঁট মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে; আহা বালাই!
এই এই একি করছে জল্লাদ! দড়ির জালের
মধ্যে যত বন্ধু ছিল, সবাই কে বার করে উড়িয়ে দিচ্ছে ; ওরা প্রাণপণে দৌড়ে পালাচ্ছে ; এক বন্ধু আমার পাশেই বসেছে,
জল্লাদ মুখের রক্ত হাতের তালুতে মুছে কাঁদোকাঁদো সুরে বলছে," আর কোনদিন তোদের কাটব না,মারবনা,মাংসই আর ছোঁবনা---"
এই হল ভগবানের বিচার আর মায়া মানবতা,
মুরগীরাও কখনোসখনো বিচার পায়----  


(যারা ননভেজ খান, আমার উপর রাগ
করবেন না প্লিজ)