একদিন সব খেলা শেষ হয়ে যাবে
বুকে গাঁথা মালা, বুকেই শুখনো হবে।
জানিনা আমাকে মনে রবে কি না রবে!
প্রেমের মূল্য তুমি বিনা কে-ই বা দেবে!
জীবন কোনমতে কাটে যে অবহেলে
ষড় ঋতু আসে মনে কত খেলা খেলে।
প্রাণ চায় ভেসে যেতে দূর সীমানায়
যেখানে পরীরা মেঘের মাঝে ঘুমায়।


কেন পৃথিবীতে বারবার মিছে আসা!
তবে কেন ঘর,তবে কেন ভালোবাসা!
কেন বারবার ফেরা ভুবনের মাঝে!
কেন অকেজো এ জীবন দশের কাজে!
যেতেই হবে যখন সব মায়া ছেড়ে
কোন শক্তি আছে রাখবে প্রাণটি ধরে!  


(রবীন্দ্র-চতুর্দশপদী সনেট)