আধো আলো ছায়ার স্বচ্ছ নীলাকাশ
চাঁদ তারা ভরা গগন, নির্মল বাতাস।  


টলমল বয়ে চলে নীল যমুনার জল
ফুটে রয়েছে জলে শত শত শতদল।  


সকাল না গোধুলী যায়না কিছু বোঝা
ডিঙি বেয়ে "কে" যেন নিয়ে চলে সোজা।  


কোন ব্যাধি জরা নেই আর এই শরীরে  
উচ্ছল মন-তরঙ্গ বাজে,যাব কার ঘরে?


তাল, তমাল,নারকেল ঝুঁকে পড়েছে জলে
"নেয়ে" যেন হাত নেড়ে আমায় কি বলে!  


যত প্রিয়জন ছেড়ে গেছিল একদিন আমারে
অবাক নয়নে তাঁদের দেখি যে সবারে।


জীবনের শেষে বুঝি এই নিসর্গ সুন্দরে আসা!
হঠাৎ ভাঙে ঘুম,মিলায় চিরশান্তি পারের আশা।