(সারা বিশ্ব জুড়ে অগণিত মানুষ আজও
খালি পেটে দিন কাটায়। পৃথিবীর ধনীরা
সবাই মিলে ওদের কথা একটু ভাবলে
এই অসাম্যতা কিছুটা হলেও লাঘব হয়।সংবাদপত্রে
পড়ছিলাম,দরিদ্রদের একটি আবাসন তৈরি নিয়ে
উঁচু তলার মানুষদের মেন্টালিটি।)  


চোখে সোনালী স্বপ্ন পথ বড় পিচ্ছিল অন্ধকার
সাম্যের পথে এগোলেই করাল থাবার গ্রাস......  
নয়তো রক্ত পিপাসু ভাম্পেয়ারদের ভয়াল চিৎকার।  


কখনো হৃদ-যন্ত্রে ঘা লেগে গর্জে ওঠে প্রতিবাদ
দুঃখে কাঁদেনা ‘ওরা’ রুটি দেয়না ভুলে একটিও...  
সমব্যথী হলেও প্রত্যুত্তরে দেয়না কখনো ধন্যবাদ।


পৃথিবী আজও আগের মতো লুণ্ঠনেরই উপনিবেশ
শ্যেন দৃষ্টিতে তাকিয়ে আছে হিংস্র সব জন্তুরা-
সুযোগ পেলেই নিম্ন জীবদের করে দেবে শেষ।


উঁচুতলার প্রাচুর্জ ভরা সমাজটা হতে পারেনা মৃত!
তাহলে নর-কঙ্কালগুলো খুঁজে বেড়াতনা কখনও-  
উচ্ছৃষ্ট আবর্জনার মধ্যে প্রতিদিনের খাদ্য অবিরত।


শিশু কিন্তু রোজ নিচ্ছে জন্ম মুষ্ঠিবদ্ধ করে দু-হাত
তার বাসস্থানকে এক সূত্রে গাঁথার ইচ্ছায়, তার স্বরে
কেঁদে জানাতে চায়- একই ভাবে বাঁচার সাম্যবাদ।