একফালি চাঁদ কদম গাছের ফাঁকে
অভিমানী হয়ে নীরবে আমাকে দেখে
কমল-দীঘির পারে ফুলবনে ডাকে।


সে বাগানের সেই রূপ কোথায় আজ!
যেমন কাঁদে সাজাহান,হাসে মহলতাজ!
রূপ টানটান,মন ক্রন্দসী,নেই সেই সাজ।  


এই দিনেই হয় চাঁদের মুখটা ম্লান
মনে পড়ছে আজ কেন ওর অভিমান!
হ্যাঁ, ‘তাকে’শুনিয়েছিলাম শপথের গান।


গানটি ছিল ত্রিতাল ‘জৌণপুরী’ রাগে
দশ-ইন্দ্রিয় জেগেছিল মিলন অনুরাগে
সাক্ষী চাঁদ হেসেছিল গোলাপের বাগে।


কবে হয়ে গেছে সেই দিন গত-অতীত  
এইদিনে চাঁদ রেগে ফেরায় আমার সম্বিৎ
বলে,‘বিস্মৃতির ভাণে হলকি তোমার জিত’?