এই মিষ্টি মিষ্টি ভিজে ভিজে রাত
পেতেছে তোমার কাছে শূণ্য দুহাত
জানি লেখেনি কিছু অভাগী বরাত
তবু অম্লাতুর কোরনা যুগল সাথ!  


এই মধুর মধুর হিমেল হাওয়া
বিফল হবে কি শুধু তার বওয়া!
সেই প্রেম যাবেনা কি আর পাওয়া!
মিথ্যে হবে কি আমার পথ চাওয়া!


এই আলোয় সাজান মিলন বন্যা
না হতে পারি রাজার রাজকন্যা
শুধু তোমার ছোঁয়ায় হবো ধন্যা  
ভিজে রাতে দেখ আমি অনন্যা ।


ঝরে যায় সিক্ত মাটিতে বকুল
না ভরাও মালায় হৃদয়ের কূল
তুমি এসে যদি করে থাকো ভুল
আমিই নেব সেই ত্রুটির মাসুল।  


এমন বৃষ্টি ভেজা আরাধ্য রজনীতে
লিখব গান ভেবেছি তোমার সাথে
আজ থাকো শুধু হাত রেখে হাতে
চলে যেও আগামী নিঠুর প্রভাতে।  


[প্রিয়র সাথে বিচ্ছেদ হবে বলে, প্রভাত এখানে নিঠুর।
This is unsatisfied LOVE [অপরিতুষ্ট প্রেম]                         ]