(এই কথাগুলি শাস্ত্রে জ্ঞানী-জনদের।)
  
জীবন যখন গড়িয়ে যায়
অনে---কটা পথে;  
মনটা সরল নয়, ক্রূর হয়
‘কারো কারো’, সার্থের আছিলাতে।
দুটো মুখ তৈরি হয়
সামনে আর পিছনে
সমুখের মুখে চুমু আর
সর্পিল জীভ চাটে
পশ্চাতের অয়নে।
    
এমত লোকের সান্নিদ্ধ
একেবারেই পরিত্যাজ্য।  
শাস্ত্র বলে,‘’মিতভাষী, হাস্যমুখর মুখ
নেই জ্ঞানের গর্ব, নেই আত্মসুখ-  
সমুখে পশ্চাতে সম
নেই পর-নিন্দা-চর্চা কোন
সর্বদা বিনয়ী মাথা নীচু
ঘোরে জ্ঞানের পিছু পিছু  
তার সাথে মিলতে হও উন্মুখ’’।