পৃথিবী সময়ের তালে চলে
আমি চলি নিজের খেয়ালে----
লিখে চলি হাবিজাবি গাদা খানিক কাব্য
কারা মন দিয়ে পড়ে, আমার জানা নেই;  
ঘরের একটি লোক আমাকে পাগলি বলে
বলে, ইমোশনাল ইমাজিনড আরও কতকি---
আমার কোন রাগ বা ক্রোধ তেমন একটা নেই
বোকার মতো হাসতে পারি খুউউউউব
বাবা ওটা বুঝেই "হাসি" নাম রেখেছিলেন


বন্ধু, তুমি কি হাসতে ভালোবাস?
তুমি ইমোশানে পাগল হও?
তুমি একা একা ছাদে তারা চাঁদ ভরা আকাশের সাথে মনের কথা কি বলো?
তবে এসো আমরা একসাথে বসে পাগল হই ;
পাগলের কোন এটিটুডেরই পানিশমেন্ট নেই
নেশা করে পৃথিবীর সব জ্বালাকে ভুলে থাকব
হাসব শুধু হাসব আর গাইব "নীল দীগন্তে ওই ফুলের আগুন লাগলো------ "